• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

এশিয়া

বিদ্রোহীদের ঠেকাতে অবসরপ্রাপ্ত সেনাদের যুদ্ধে পাঠাচ্ছে মিয়ানমারের জান্তা

  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত ভয়াবহ রূপ ধারণ করেছে।  বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণে সামরিক বাহিনীর সদস্যরা একের পর এক ঘাঁটি হারাচ্ছে।  এসময় আত্মরক্ষার্থে তারা প্রতিবেশী দেশগুলোতেও আশ্রয় নিচ্ছে।  এই পরিস্থিতিতে ক্ষমতা ধরে রাখতে জান্তা সরকার অবসরপ্রাপ্ত সৈন্যদের ফের যুদ্ধের ফ্রন্টলাইনে ফেরত পাঠাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইরাবতী 

সংবাদমাধ্যমটি বলছে, মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার রিজার্ভ ফোর্সেস আইন সক্রিয় করেছে।  এর মাধ্যমে অবসরে চলে যাওয়া প্রবীণ সেনা সদস্যদের ফের যুদ্ধের ফ্রন্টলাইনে ফেরত পাঠানোর আইনি বৈধতা পেয়েছে সরকার। জান্তা প্রধান মিন অং হ্লাইং মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বলেছেন, তিনি এই পদক্ষেপ নিচ্ছেন কারণ অনেক প্রবীণ সেনা তাকে এটি করতে বলেছিল।  রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে ওইদিন বৈঠকে তিনি আরও বলেন, তারা (অবসরপ্রাপ্ত সৈন্যরা) জাতীয় প্রতিরক্ষার স্বার্থে আবারও দায়িত্বে ফিরতে চান।

জেনারেল মিন অং হ্লাইং মিয়ানমার ওয়ার ভেটেরান্স অর্গানাইজেশনেরও সভাপতি। মঙ্গলবারের ওই বৈঠকের পর রাতেই আইনটিতে স্বাক্ষর করেন মিন।  মূলত ‘রিজার্ভ ফোর্সেস ল’ আইনটি ২০১০ সালে তৎকালীন স্বৈরশাসক থান শোয়ের নেতৃত্বাধীন জান্তা সরকার জারি করেছিল, কিন্তু কখনও ব্যবহার করা হয়নি। এবারই প্রথম আইনটি সক্রিয় করা হলো।

এদিকে জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুনকে উদ্ধৃতি দিয়ে জান্তা মিডিয়াতে বলা হয়েছে: ‘যারা গত পাঁচ বছরে সেনাবাহিনী থেকে পদত্যাগ বা অবসর গ্রহণের অনুমতি পেয়েছে তারা রিজার্ভ ফোর্সে কাজ করার জন্য বাধ্য।  তবে তাদের সবাইকে সক্রিয় দায়িত্বে ফিরিয়ে নেওয়া হবে না।  যাদের সত্যিকার অর্থে দেশের জন্য প্রয়োজন তাদেরকেই ‘সেবা করার’ অনুমতি দেওয়া হবে।’ আর রিজার্ভ ফোর্সে দায়িত্ব পালনে ব্যর্থ হলে তিন বছরের জেল বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন সাবেক সেনা সদস্যরা।

ইরাবতী বলছে, যাদের ফ্রন্টলাইনে ফেরত পাঠানো হবে তারা তাদের পেনশনের পাশাপাশি সামরিক প্রধান কর্তৃক প্রদত্ত অন্যান্য সুবিধা পাবেন।  অবসর গ্রহণ বা পদত্যাগ করার সময় যারা যে পদে ছিলেন তাদের একই পদে নিয়োগ দেয়া হবে বলেও আইনে বলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads